শান্তির বৃষ্টিতে অশান্তিতে নগরবাসী


ই-বার্তা প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:০০ রাজধানী

ই-বার্তা ।। বৃষ্টি নগর জীবনে কিছুটা প্রশান্তি এনে দিলেও অপরিকল্পিত এ নগরে ভোগান্তিই যেন বেশি। বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।

প্রধান সড়কে পানি জমে যাওয়ায় অনেক স্থানে রাস্তার মাঝে বিকল পড়ে যানবাহন। আবহাওয়া অফিস বলছে, আরো দুইদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে।

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর মুষলধারে বৃষ্টিতে গরম কমে নগরজীবনে স্বস্তি এলেও


বৃষ্টি থামার পর রাস্তায় বের হয়েই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

নগরীর বিভিন্ন এলাকার অলিগলি এমনকি প্রধান সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগ বাড়ে মানুষের। ছুটির দিন হওয়ায় রাস্তায় যানজট তৈরি না হলেও বিপাকে পড়েন চালক-যাত্রী-পথচারী সকলেই।

বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর কাজী পাড়া, শ্যাওড়াপাড়া, শান্তি নগর, কাওরানবাজারসহ বেশ কিছু এলাকায়। নগরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বৃষ্টি হলেও জলাবদ্ধতার মুখে পড়েন তারা।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ