মিয়ানমারে ফিরতে চায় না রোহিঙ্গারা
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:১৭
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা আর সেখানে ফিরে যেতে চায় না। টেকনাফের রোহিঙ্গা শরনার্থী শিবিরে একাধিক রোহিঙ্গাদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে রোহিঙ্গারা জানায়, মিয়ানমারে ফিরে যাওয়ার অর্থ মৃত্যুকে আলিঙ্গন করা।
মিয়ানমার থেকে আসা শহিদুল্লাহ ও সিরাজুল ইসলামের কথা বলে জানা যায়, সহায়-সম্বল, ঘরবাড়ি, আত্মীয়স্বজন হারিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা। মিয়ানমারে ফিরতে হলে শূন্য হাতেই ফিরতে হবে তাদের। সরকার ফিরে যেতে বাধ্য করলে তারা বাংলাদেশের মাটিতে মরতে রাজি।
জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয় সূত্রমতে, এই সংখ্যা আরও বেশি।
সাগর ও নদীপথেও প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। নৌকা ডুবে নারী-শিশুসহ প্রাণ হারিয়েছে শতাধিক। শরণার্থীদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ ও আগুনে পুড়ে আহত ছিল।
এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। ওই সময় প্রাণভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা।