রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের কোন ক্ষতি হবে নাঃ মেনন


ই-বার্তা প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০২:২১ অন্যান্য

ই-বার্তা ।। বিশ্ব পর্যটন দিবসে এবারের শ্লোগান হচ্ছে টেকসই পর্যটন; উন্নয়নের হাতিয়ার। এই শ্লোগানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিবসটি।

বুধবার সকালে এ উপলক্ষ্যে রাজধানীর মৎস্য ভবন থেকে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে। পরে টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে, রোহিঙ্গাদের কারণে দেশের পর্যটন শিল্পে কোন বিরূপ প্রভাব পড়বে না বলে দাবি করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী জানান, অনেকেই এই ধারনা করেছেন যে রোহিঙ্গা আসার ফলে কক্সবাজার ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এখনও যে পরিস্থিতি বিরাজ করছে, তা পুরোটাই পর্যটনে মুখরিত। হোটেলগুলোতে পর্যটনের জন্য জায়গা হচ্ছে না। তাই আমরা নিশ্চিন্ত করে বলতে পারি, রোহিঙ্গাদের ফলে পর্যটন এলাকাগুলোতে কোন ক্ষতি হবে না।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ