রোহিঙ্গারা আসছে না নিবন্ধন কেন্দ্রে
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার
| দুপুর ০২:৪৫
অন্যান্য
ই-বার্তা ।। কক্সবাজারের নিবন্ধন কেন্দ্রে আসছে না রোহিঙ্গারা, পরিচয়পত্রে জাতীয়তা ও দেশের নাম নিয়ে আপত্তি তুলে।
সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত অনুযায়ী, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জাতীয়তার ঘরে লেখা হচ্ছে, তারা মিয়ানমারের নাগরিক জানিয়েছেন নিবন্ধন কার্যক্রমের প্রধান মেজর কাজী উবায়দুর রেজা।
“গত ১১ সেপ্টেম্বর নিবন্ধর শুরুর সময় পরিচয়পত্রে ‘মিয়ানমার’ ও ‘রোহিঙ্গা’ লেখা হচ্ছিল। পরে লেখা হয় ‘মিয়ানমার’ ও ‘মুসলিম’ শব্দ দুটি। সর্বশেষ সোমবার থেকে লেখা হচ্ছে শুধু ‘মিয়ানমার’।”
কিন্তু অপর দিকে রোহিঙ্গাদের অনেকে দাবি তুলেছে, পরিচয়পত্রে তাদের ‘মিয়ানমারের রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ করতে হবে। এ কারণে তারা নিবন্ধন কেন্দ্রে আসছেন না।
পরবর্তী খবর দুই মাথা ওয়ালা গরু