দুবাইয়ে বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার
| বিকাল ০৩:৪০
অন্যান্য
ই-বার্তা ।। বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি উড়লো দুবাইয়ের আকাশে। শহরের জুমাইরা বিচ এলাকায় গত সোমবার বিকালে দুই সিট বিশিষ্ট এ উড়ন্ত ট্যাক্সির প্রথমবারের মতো পরীক্ষা চালানো হয়।
সড়ক ও যানবাহন কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মত কোন ধরনের পাইলট ছাড়াই স্ব-নিয়ন্ত্রিত এ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হবে জানায় দুবাই প্রশাসনের তথ্য ও যোগাযোগ দফতর।
এতে আরো জানানো হয়, এই উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে মানুষ এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করতে পারবে। এমনকি বিভিন্ন শপিং মলসহ শহরের অভ্যন্তরে নানা জায়গায় ভ্রমণও করতে পারবেন।
পরীক্ষা চালানো প্রথম উড়ন্ত ট্যাক্সিটির জলপথে গতি ৩০ মিনিটে ৫০ কিলোমিটার এবং উড়ন্ত পথে ১০০ কিলোমিটার।
আগের খবর গুগল আডসেন্সে বাংলা ভাষা
পরবর্তী খবর ফোন হারিয়ে গেলে খুজে বের করুন সহজেই