প্রাইম ব্যাংক টানা ৫ দিন বন্ধ
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার
| বিকাল ০৫:৪৮
বাণিজ্য
ই-বার্তা ।। প্রাইম ব্যাংক ঘোষণা দিয়েছে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত সেবা দেওয়ার জন্য টানা ৫ দিন সব ধরনের লেনদেন বন্ধ থাকবে । এতে বিপাকে পড়তে যাচ্ছে ব্যাংকটির কয়েক লাখ গ্রাহক। ইতোমধ্যে বিষয়টি ব্যাংকের সব গ্রাহককে মোবাইল এসএমএসর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
ব্যাংকটির ঘোষণা অনুযায়ী, এই ব্যাংকের দশ লাখ গ্রাহককে টানা ৫ দিন ব্যাংকিং সেবার বাইরে থাকতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর মনে করেন, প্রাইম ব্যাংকের যথাযথ পরিকল্পনা না থাকা ও ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দুর্বলতার কারণে সব ধরনের লেনদেন টানা বন্ধ করে প্রযুক্তির উন্নয়ন করতে যাচ্ছে।
এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআরডি মো. মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই ৫ দিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা দিতে আমরা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসছি। আমাদের কোর ব্যাংকিং সিস্টেমে প্রযুক্তির আপডেট ভার্সন চালু করতে যাচ্ছি। এটা বাস্তবায়ন করতে টানা ৫ দিন সব ধরনের গ্রাহকসেবা বন্ধ রাখতে হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়েছে।
পরবর্তী খবর পর্ণ ইন্ডাস্ট্রির আয় প্রায় ১০ হাজার কোটি টাকা