এক স্পিনার তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ?


ই-বার্তা প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সকাল ১১:৫৪ ক্রিকেট

ই-বার্তা।। দক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড একেবারেই খারাপ টাইগারদের। চার টেস্টেই বাজেভাবে হার টাইগারদের। এখনকার প্রেক্ষাপট অবশ্য ভিন্ন। গত দুই বছরে বাংলাদেশ অনেক উ্ন্নতি করেছে। কিন্তু তারপরেও স্বাগতিকদের চেয়ে অনেক অনেক পিছিয়ে মুশফিকের দল। অবশ্য লড়াই করে দেখতে চায় বাংলাদেশ।

তা কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ-এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচটা হচ্ছে সেনওয়েজ পার্কে। এখানকার উইকেট একটু শুষ্ক। আগের দুই দিন বৃষ্টি হলেও আজ থেকে আগামী কয়েক দিনের আকাশ ভালো থাকবে। তবে তাপমাত্র বেশ কম। দিনের তাপমাত্র ১৫ –১৭ ডিগ্রীর মতো। মানে বেশ ঠাণ্ডা।

বাংলাদেশ সম্ভবত এক স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজাবে। এক স্পিনার হলে বাদ পড়বেন তাইজুল। থাকবেন মিরাজ।

মোস্তাফিজের সঙ্গে অপর দুই পেসার থাকতে পারেন তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোমিনুল হক, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ,, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ