সাকিবের অভাব বোধ করবে বাংলাদেশ মন্তব্য ডু প্লেসিসের


ই-বার্তা প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:২১ ক্রিকেট

ই-বার্তা।। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন টেস্টে না খেলায় তাকে অভাব বোধ করবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাপ ডু প্লেসিস।

বৃহস্পতিবার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগের দিনে করা এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সাকিব খেলছেন না এপ্রসঙ্গে তার ভাবনা জানতে চাইলে তিনি বলেন, সাকিব অসাধারণ খেলোয়াড়। দীর্ঘ সময় শীর্ষ অলরাউন্ডার হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন। তার অভাব ভালোই বোধ করবে প্রতিপক্ষ।

তিনি আরও বলেন, সে এমন এক খেলোয়াড়, যে বিভিন্ন কন্ডিশনে ভালো খেলে এবং খেলার যোগ্যতা রাখে।

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে ডু প্লেসিস বলেন, তারা সম্প্রতি তাদের দেশ সফর করা সব দলকেই হারিয়েছে। কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে, এটা ভিন্ন কন্ডিশন। তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এখানে।

ক্লান্তি ও অবসাদ কাটাতে টেস্ট থেকে ৬ মাসের বিরতি নিয়েছেন সাকিব। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই তিনি। তবে সাকিব যদি চান তাহলে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পাবেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ