নতুন মাইলফলকের পথে তামিম
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:৫৫
ক্রিকেট
ই-বার্তা ।। তামিম ইকবালের নাম বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিশ্চিতভাবেই লেখা থাকবে। বাঁহাতি এই ওপেনার ধারাবাহিকভাবে ভালো নৈপুণ্য দেখিয়ে চলেছেন প্রায় প্রতিটি ম্যাচেই। হয়ে উঠেছেন বাংলাদেশের ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক।
বাংলাদেশের সমর্থকরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাফল্যের জন্যও নিশ্চিতভাবেই তাকিয়ে থাকবেন তামিমের ব্যাটের দিকে। সত্যিই সমর্থকদের আস্থার প্রতিদান দিতে পারলে তামিম নিজেও পৌঁছে যাবেন দারুণ এক মাইলফলকে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করতে পারবেন চার হাজার টেস্ট রান।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড আছে তামিমের দখলে। তবে এবারই প্রথমবারের মতো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০০ ও ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড আছে হাবিবুল বাশারের দখলে। এবার ৪০০০ রানের মাইলফলকে পৌঁছানো প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লেখা হবে তামিমের নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ১৫৩ রান করতে পারলেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন তামিম। শুধু তামিমই নন, টেস্টে বাংলাদেশও পৌঁছাবে নতুন উচ্চতায়।
পরবর্তী খবর সিরিজ ড্র করলেই অষ্টম স্থানে আসবে টাইগাররা