সিরিজ ড্র করলেই অষ্টম স্থানে আসবে টাইগাররা
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:৫৮
ক্রিকেট
ই-বার্তা ।। টাইগাররা দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অনেক কিছু পাওয়ার আশা তৈরি করেছে।
পচেফস্ট্রুমে সফরের প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইছে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজটি ড্র করতে পারলে র্যাং কিংয়ে আসবে পরিবর্তন। প্রথমবারের মতো অষ্টম স্থানে উঠে আসবে বাংলাদেশ সিরিজটি ড্র করতে পারলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসির র্যাং কিংয়ের তালিকায়।
বর্তমানে নবম স্থানে রয়েছে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে। ৭৫ রেটিং নিয়ে তার ওপরের স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের টপকাতে বাংলাদেশের প্রয়োজন দুই রেটিং পয়েন্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করতে পারলে ৭৮ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে মুশফিক বাহিনী।
তবে সিরিজটি ২-০ ব্যবধানে হেরে গেলে দুই রেটিং পয়েন্ট কমে যাবে বাংলাদেশের। আর সিরিজ ১-০ ব্যবধানে হারলে আগের রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে টাইগাররা।
আগের খবর নতুন মাইলফলকের পথে তামিম
পরবর্তী খবর টাইগার যুবাদের হাতে আফগান বধ