শুরুটা ভালো হলো না বাংলাদেশের
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৪:৩৯
ক্রিকেট
ই-বার্তা ।। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছে।
প্রোটিয়া দুই ওপেনার ডিন এলগার ও অভিষিক্ত অ্যাইডেন মার্ক্রামের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে।
বিরতির আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৯৯ রান। ডিন এলগার তার ক্যারিয়ারের নবম অর্ধশতক তুলে নিয়েছেন। তিনি ৫৬ রান নিয়ে ব্যাট করছেন। অন্যদিকে একবার জীবন পেয়ে নিজের ইনিংসকে বড় করে চলেছেন মার্ক্রাম।
ব্যক্তিগত ২৮ রানে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়েছিলেন মার্ক্রাম। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মোস্তাফিজুর রহমান। তিনি ৪২ রানে অপরাজিত আছেন।
আগের খবর টাইগার যুবাদের হাতে আফগান বধ
পরবর্তী খবর শততম ম্যাচে ওয়ার্নার প্রথম এবং অষ্টম