শততম ম্যাচে ওয়ার্নার প্রথম এবং অষ্টম


ই-বার্তা প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:৩৭ ক্রিকেট

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যাট হাতে মাঠে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন। ওয়ার্নার প্রথম কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে শততম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এমন কীর্তিতে অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে প্রথম হলেও ক্রিকেটের ইতিহাসে আরও সাত ব্যাটসম্যান ওয়ার্নারের আগে নিজেদের শততম ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন।

চতুর্থ ওয়ানডে ম্যাচের আগে ওয়ার্নার জানিয়েছিলেন, শততম ওয়ানডে স্মরণীয় করে রাখতে চাই। মাইলফলকে পৌঁছানোর ম্যাচে ওয়ার্নার সেটাই করে দেখালেন। ওয়ানডেতে ১৪তম সেঞ্চুরি হাঁকান তিনি।

বেঙ্গালুরুতে ১১৯ বলে ১২৪ রান করেন ওয়ার্নার। তাতে ছিল ১২টি বাউন্ডারি আর ৪টি ওভার বাউন্ডারি।

শততম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় তিনি করেছিলেন অপরাজিত ১০২ রান। এরপর শততম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক ও ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ