দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| সন্ধ্যা ০৬:০৩
ঢাকা বিভাগ
ই-বার্তা ।। বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার বা স্প্যান পিলারের ওপর স্থাপনের মাধ্যমেই শরীয়তপুরের জাজিরা প্রান্তে দৃশ্যমান হচ্ছে। সব কিছু অনুকূলে থাকলে ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর স্থাপন করা হবে সুপার স্ট্রাকচার।
প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আশাবাদ ব্যাক্ত করে বলেছেন, সুপার স্ট্রাকচার পিলারের ওপর স্থাপন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাজিরা প্রান্তে আসবেন।
পদ্মা সেতু প্রকল্পের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা নাসির টিপু বলেন, ‘২ অক্টোবর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুর সুপার স্ট্রাকচার স্থাপন এলাকা পরিদর্শন করতে জাজিরা প্রান্তে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তিনি সুপার স্ট্রাকচার স্থাপনকাজ পরিদর্শন করবেন এবং বিশ্ববাসীর কাছে তা তুলে ধরবেন বলে আমরা আশাবাদী।’
আগের খবর দেবরের হাতে ভাবি খুন
পরবর্তী খবর হেলমেট মাথায় থাকলেই পুলিশ দিচ্ছে ফুল