অনির্দিষ্টকালের জন্য বাদ স্টোকস ও হেলস
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার
| দুপুর ০১:২২
ক্রিকেট
ই-বার্তা ।। ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন বেন স্টোকস ও অ্যালেক্স হেলস পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের উপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ব্রিস্টলের একটি নাইটক্লাবের কাছে হাতাহাতির ঘটনায় স্টোকস-এর গ্রেফতার হওয়ার তিন দিনের মাথায় এই ঘোষণা এলো।
রোববার রাতে ২৬ বছর বয়সী স্টোকস ব্রিস্টলে একটি মারামারির ঘটনায় জড়িয়ে পড়লে পরদিন গ্রেফতার হন।
এসময় তার সঙ্গে ছিলেন হেলস।
সাথে সাথেই ছাড়া পেয়ে গেলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই সময়ের একটি সিসিটিভি ফটেজ ছড়িয়ে, যেখানে স্টোকসকে দেখা গেছে হাতাহাতিতে অংশ নিতে।
বুধবার অ্যাশেজের জন্য ইংল্যান্ডের টেস্টে দলে সহ-অধিনায়ক হিসেবে জায়গা পেলেও নতুন এই নিষেধাজ্ঞার জন্য অস্ট্রেলিয়াতে যেতে পারবেন কি না স্টোকস, তা নিয়ে এখন তৈরি হয়েছে সংসয়।
আগের খবর শততম ম্যাচে ওয়ার্নার প্রথম এবং অষ্টম
পরবর্তী খবর আবারো নিষিদ্ধ হলেন কামরান আকমল