ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| দুপুর ০১:২৫
অন্যান্য
মৎস্য ও প্রানীসম্পদ অধিদপ্তর শনিবার রাত ১২টা থেকে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। মঙ্গলবার জারি করা এই আদেশ ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে এই ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
গত বুধবার রাজধানীর পাইকপাড়ায় নৌ পুলিশের সদর দফতরে নদী এলাকায় পুলিশের গৃহীত ব্যবস্থা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকেও এই ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধ করতে জনসচেতনতা বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগের খবর দুই মাথা ওয়ালা গরু
পরবর্তী খবর বিদায়ের সুরে দুর্গা বিসর্জন