বিদায়ের সুরে দুর্গা বিসর্জন


ই-বার্তা প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০১:৩৭ অন্যান্য

ই-বার্তা ।। বিজয়া দশমী আজ। মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর দেবী দুর্গার বিদায়ের দিনে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই আজ শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে গতকাল শুক্রবার দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করে।

রাজধানীসহ সারাদেশের মণ্ডপ গুলোতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেবী দূর্গার পায়ে শেষ অঞ্জলি দেওয়া। শেষবারের মতো দেবীর আশীর্বাদ কামনায় নারী, পুরুষ, শিশু-কিশোর সব বয়সের ভক্ত নিবিষ্ট মনে প্রার্থনা করছেন। মণ্ডপগুলোতে কয়েক দফা করে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়েছে। সঙ্গে চলেছে ঢাক আর শঙ্খধ্বনি, টানা মন্ত্র পাঠ, উলুধ্বনি।

শনিবার সকাল ৯টা ৫১মিনিটের মধ্যে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন করা হয়েছে। এরপর বিকাল ৩টায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন এবং শান্তিজল গ্রহণ।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ