তামিম বিদায় নিলেও মমিনুলের লড়াকু অর্ধশত
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| বিকাল ০৩:৫৩
ক্রিকেট
ই-বার্তা ।। মমিনুল হক পচেফস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকান বোলারদের বিপক্ষে দারুণ লড়ছেন। শনিবার টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনের হাফসেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
শনিবার ৩ উইকেটে ১২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মুমিনুল ২৮ এবং তামিম ইকবাল ২২ রান নিয়ে দিন শুরু করেন। দিনের প্রথম ঘণ্টায় তামিম ফিরে গেলেও লড়াই চালিয়ে যান মুমিনুল। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি।
চলতি বছরের জানুয়ারির পর টেস্টে মুমিনুলের এটাই প্রথম হাফসেঞ্চুরি। আগের তিন টেস্টে মুমিনুলের সর্বোচ্চ ইনিংস ছিল ৩১। দক্ষিণ আফ্রিকান বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে ছন্দে ফেরার আভাস দেন বাংলাদেশের লিটল জিনিয়াস।
আগের খবর গেইলের ছক্কার ২৫০
পরবর্তী খবর মাইলফলকেও মুমিনুলের আফসোস