মাইলফলকেও মুমিনুলের আফসোস


ই-বার্তা প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৭, রবিবার  | সকাল ১১:০৬ ক্রিকেট

ই-বার্তা।। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৪৯৬ রান বিপরীতে ৩২০ রান করেছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন মুমিনুল হক। তাতে গড়লেন নতুন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এর আগে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ৭১ রান। সেটা টপকে গেলেন মুমিনুল। তবু রানের ক্ষুধা মেটেনি মুমিনুলের।

তারপরও তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আফসোসে পুড়লেন মুমিনুল, ‘আমরা যেহেতু প্রায় সবাই থিতু হয়ে আউট হয়েছি, আমার কাছে মনে হয় ৩২০ রান একটু কমই হয়েছে। এটা চারশ, সাড়ে চারশ হতে পারত। যদি রিয়াদ ভাই আউট না হত, আমি আউট না হতাম। যদি কেউ একশ করতে পারতাম, আরও বড় জুটি হত। তাহলে সাড়ে চারশ রান হতে পারত।‘প্রথম দিন থেকেই উইকেট খুব ভালো ছিল। অনেকটা আমাদের দেশের উইকেটের মতো। ব্যাটিং করতে খুব ভালো লেগেছে। আমি যেমন আশা করেছিলাম, বলটা তেমন হয়নি। আমি হয়তো একটু বেশি টার্ন আশা করেছিলাম, সে কারণে (শট ঠিক) হয়নি। যদি দ্বিতীয় ইনিংসে সুযোগ পাই এই ভুল উতরানোর চেষ্টা করব।’

আজকের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার আশা মুমিনুলের। ‘যদি আমরা কাল (আজ) ভালো বোলিং করি, ওদের অলআউট করতে পারব। ওরা চেষ্টা করবে ভালো ব্যাটিং করার, আমরা চেষ্টা করবো ভালো লাইন-লেংথে বোলিং করে ওদের অলআউট করার।’

উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। আর স্বাগতিকদের লিড গিয়ে দাঁড়াল ২৩০ রানে। ৩৭ রানে হাশিম আমলা এবং ৩ রান নিয়ে রবিবার চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন বাভুমা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ