মার্কিন গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ নিহত ১
ই-র্বাতা
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০১৭, বুধবার
| দুপুর ১২:৩৯
আমেরিকা
মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস নগরীর লেক সিটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছে।
৭৭ বছরের পুরানো এ কারখানায় ক্ষুদ্রপাল্লার আগ্নেয়াস্ত্রের গুলি তৈরি করা হয়। ন্যাটোর পরীক্ষা কেন্দ্রে এ সব গুলির পরীক্ষা চালানো হয়। চার হাজার একরের এ কারখানায় চারশ’র বেশি ভবন এবং নয়টি গুদাম রয়েছে।
হতাহতের বিষয়টি মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে। অস্ত্র কারখানার মিক্সিং বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পর মার্কিন তামাক, মদ, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক ব্যুরো বা এটিএফ ওই এলাকা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এটিএফ ওই এলাকাকে নিরাপদ ঘোষণ করেছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে।অবশ্য মার্কিন সেনাবাহিনী এখনো বিস্ফোরণে কারণ সম্পর্কে কিছু জানায় নি।
পরবর্তী খবর বোমা মেরে গর্বিত ট্রাম্প