বোমা মেরে গর্বিত ট্রাম্প
ই-র্বাতা
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০১৭, শুক্রবার
| দুপুর ০২:২৪
আমেরিকা
আফগানিস্তানে ১০ হাজার কেজির বোমা ফেলার পর মার্কিন সামরিক বাহিনী নিয়ে গর্ব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লম্বায় ৩০ ফুটেরও বেশি বোমাটি মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ড পরিচালিত এমসি-১৩০ বিমান থেকে ফেলা হয়। জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব সংক্ষেপে মোয়্যাব বা এমওএবি নামের এটি ‘সব বোমার জননী’ হিসেবেও পরিচিত।
বোমা ফেলার পর হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে প্রথম বৈঠকে গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীকে নিয়ে আমরা গর্বিত এবং এটি খুবই সফল মিশন।
তিনি নিজে এ বোমা ফেলা নির্দেশ দিয়েছেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীকে সামগ্রিক কর্তৃত্ব দেয়া হয়েছে আর তারা সে অনুযায়ী কাজ করছে।
পরবর্তী খবর ট্রাম্প এর আয়কর বিবরণী দেখার জন্য বিক্ষোভ