টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ডি ভিলিয়ার্স


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৪৯ ক্রিকেট

ই-বার্তা।। অনেক দিন বিরতি দিয়েই টেস্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশ সিরিজে টেস্টে না খেললেও হয়তো পরবর্তী অ্যাসাইনমেন্টে ফিরবেন পুরোদমেই। তবে ওয়ানডে সিরিজে ঠিকই খেলবেন প্রোটিয়া এই তারকা।

ভিলিয়ার্স সবশেষ সাদা পোশাকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছিলেন ২০১৬ সালে। এরপর কনুইয়ের ইনজুরিতে পড়লে টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তখন লক্ষ্য ছিল সীমিত ওভারের ক্রিকেট ও ২০১৯ বিশ্বকাপ।

শুধু সাদা পোশাকেই নয় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচেও খেলবেন এই তারকা।আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ম্যাচ। মূলত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের আগে প্রস্তুত করে নিতেই এই ম্যাচগুলো খেলবেন ডি ভিলিয়ার্স।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ