মরকেলের পরির্বতে প্যাটারসন


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:৪১ ক্রিকেট

ই-বার্তা।। দক্ষিণ আফ্রিকার পেসার মর্নে মরকেলের পাঁজরের বাম দিকে সাইড স্ট্রেনের কারণে ছিটকে গেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনেই এই চোট নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। সেই পেসারের জায়গায় দ্বিতীয় টেস্টে যুক্ত হয়েছেন এখনও অভিষেক না হওয়া ২৮ বছর বয়সী পেসার ডেন প্যাটারসন।

শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই দেখা যেতে পারে কেপ কোবরাসের হয়ে খেলা এই পেসারকে!

পচেফস্ট্রুমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ত্রাস ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মরকেল। যদিও প্রথম টেস্টের শেষ দিনে তিনি মাঠে নামতে পারেননি চোটের কারণে। চতুর্থ দিনের শেষে শুরুর দিকে দ্রুত দুটি উইকেটও তুলে নেন মরকেল। আর সেই পেসারই এই দিনের ষষ্ঠ ওভারে চোটের কারণে মাঠ ছেড়ে যান।

এ প্রসঙ্গে প্রোটিয়াদের টিম ম্যানেজার ডা. মোহাম্মদ মুসাজে বলেন, ‘বুকের বাম পাশে ব্যথার কথা বলেছিল মরকেল। এরপরে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। স্ক্যান শেষে দেখা গেছে ওর গ্রেড-২ মাত্রার চোট ধরা পড়েছে। যাতে সুস্থ হতে সময় লাগবে ৪ থেকে ৬ সপ্তাহ।

৬ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই স্কোয়াড মঙ্গলবারই ব্লুমফন্টেইন রওয়ানা হবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ