সারাদেশে স্কয়ারের ভেজাল ওষুধের ছড়াছড়ি
ই-বার্তা
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৫:১৭
অপরাধ
ই-বার্তা ।। আশেক আহমেদ ।। রাজধানীসহ দেশের বিভিন্ন নামীদামী ফার্মেসিতে বিদেশী ভেজাল ও নকল ওষুধে সয়লাব। নকল এসব ওষুধ দেখতে আসল ওষুধের মতোই। নকল ওষুধের তালিকায় পাওয়া গেল দেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যাল।
দেশে ওষুধ শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। দেশের প্রায় ৯৫ ভাগ ওষুধ শিল্পই বেসরকারী বিনিয়োগে গড়ে উঠেছে। ওষুধ শিল্পের বিকাশের সাথে পাল্লা দিয়ে বেড়ে গেছে ভেজাল ওষুধ।
এখন যেকোন ওষুধ বিপনী থেকে মিলছে স্কয়ারের ভেজাল ওষুধ। রোগীর
জন্য চেনার কোন উপায় থাকছে না কোন ওষুধ আসল নাকি নকল। দেখতে একই রকম হলেও ভেজাল ওষুধের রং, বাক্স দেখে কিছুটা বুঝা যায়।
এ বিষয়ে ওষুধ বিপনী কেন্দ্রের কর্মচারীদের সাথে কথা বললে তারা ই-বার্তাকে বলেন, ওষুধ কোম্পানীদের কাছ থেকে সরাসরি ওষুধ কিনেন। ওষুধ কোম্পানীগুলো যদি ভেজাল ওষুধ সরবরাহ তাহলে আমাদের কিছু করার থাকে না।
স্কয়ার ওষুধ কোম্পানীর ওষুধ সরবরাহকারীর সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষিয়ে কোন কথা বলতে নারাজ।
আগের খবর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা