ককটেল বিস্ফোরণ, ডাচ বাংলা এবং বিকাশের ৬লাখ টাকা লুট
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার
| দুপুর ১২:৩১
অপরাধ
ই-বার্তা ।। গাজীপুরের জয়দেবপুরে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এবং বিকাশ এজেন্টের দোকান থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় দুইজন আহত হয়েছে।
চক্রবর্তী ক্যাম্পের এস. আই. মো. হারুন জানান, মঙ্গলবার রাতে রাত ৯টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক ছিনতাইকারী একটি প্রাইভেট কার থেকে নেমে অতর্কিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলির শব্দ মনে করে স্থানীয় লোকজন ছুটোছুটি শুরু করে এবং বাসস্ট্যান্ড এলাকা ছেড়ে চলে যায়।
একপর্যায়ে ছিনতাইকারীরা ওই এলাকার এবিএম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং বিকাশের এজেন্টের দোকানে ঢুকে পড়ে। তারা ডাচ বাংলার ক্যাশ থেকে পাঁচ লাখ লুট করে যা ছিল মো. নাসিরের এবং মো. ফারুক মিয়ার বিকাশের ক্যাশ থেকে ৯০হাজার টাকা লুট করে নেয়।
এ সময় ফারুক ছিনতাইকারীদের বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্রে হাত ও মাথায় আঘাত করে পালায় ছিনতাইকারীরা। তারপর তারা টাকা নিয়ে গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করে। এ সময় পালাতে গিয়ে এক পথচারীও আহত হয়।
এ ঘটনার ছিনতাইকারীদের আটকে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তী খবর মেয়েকে অপহরণের সময় বাবাকে কুপিয়ে হত্যা