টেস্ট র‍্যাংকিং এ উন্নতি হয়েছে মুমিনুল আর মাহমুদুল্লাহর


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৪৯ ক্রিকেট

ই-বার্তা ।। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ আইসিসির নতুন নিয়মে গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল। একই দিন শুরু হয়েছিল শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচটি। বাংলাদেশকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আর আবুধাবিতে রোমাঞ্চকর এক লড়াইয়ের পর পাকিস্তানকে ২১ রানে হারায় শ্রীলঙ্কা।

নতুন নিয়মে শেষ হওয়া এই দুই ম্যাচের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সাদা পোশাকের র্যাং কিং প্রকাশ করেছে। যেখানে টেস্ট ক্যারিয়ারের সেরা র্যাং কিং স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান তেমবা বাভুমা, স্পিনার কেশব মহারাজ এবং শ্রীলঙ্কার নিরোশান দিকওয়েলা।

বাংলাদেশের অন্য কারো পারফরমেন্স বলার মতো না হলেও উন্নতি হয়েছে মুমিনুল হক আর মাহমুদুল্লাহ রিয়াদের। একধাপ এগিয়ে মুমিনুল ব্যাটসম্যানদের তালিকায় ৩৭ নম্বরে। আর দুইধাপ এগিয়ে মাহমুদুল্লাহ ৫২তম। ১৯ নম্বরে রয়েছেন তামিম ইকবাল, ২১ নম্বরে সাকিব আর ২৩ নম্বরে মুশফিক। অলরাউন্ডার তালিকায় এক নম্বরেই সাকিব।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ