নাসির, সাকিব-মাশরাফির সফর সঙ্গী


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:১৭ ক্রিকেট

ই-বার্তা ।। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টি-২০ দলপতি সাকিব আল হাসান স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ৯ অক্টোবর দেশ ছাড়ছেন। সীমিত ওভারে এই দুই সিরিজে তাদের সাথে দেশ ছাড়ার কথা রয়েছে নাসির হোসেনেরও।

সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ২৫ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার। সোমবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শেষ না হতেই মঙ্গলবার (৩ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে গিয়ে দেখা গেল জিমে ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। মাশরাফিও এদিন জিমে ঘাম ঝরিয়েছেন।

‘মিস্টার ফিনিশার’ খ্যাত নাসির সবশেষ ওয়ানডে খেলেছেন গত মে মাসে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে। ছিলেন না জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টি-টোয়েন্টি খেলেছেন তাও প্রায় বছর দেড়েক হয়ে গেল (২০১৬ সালের মার্চে, টি টোয়েন্টি বিশ্বকাপে)।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ