ভারত-শ্রীলঙ্কা সিরিজের সূচি
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার
| দুপুর ০১:৪৭
ক্রিকেট
ই-বার্তা।। আগামী মাসে ভারত সফরে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও এ সফরের প্রাথমিক একটি পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
আগামী ১৬ নভেম্বর কলকাতা টেস্ট দিয়ে সফর শুরু করবে শ্রীলঙ্কা। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে নাগপুর ও নয়াদিল্লিতে। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লঙ্কানরা।
শ্রীলঙ্কা দলের ভারত সফর সূচি:
১ম টেস্ট: নভেম্বর ১৬, কলকাতা
২য় টেস্ট: নভেম্বর ২৪, নাগপুর
৩য় টেস্ট: ডিসেম্বর ২-৬, নয়াদিল্লি
১ম ওয়ানডে: ডিসেম্বর ১০, ধর্মশালা
২য় ওয়ানডে: ডিসেম্বর ১৩, মোহালি
৩য় ওয়ানডে: ডিসেম্বর ১৭, বিশাখাপত্নম
১ম টি-২০: ডিসেম্বর, ২০, কটক
২য় টি-২০: ডিসেম্বর. ২২, ইন্দোর
৩য় টি-২০: ডিসেম্বর. ২৪, মুম্বাই
আগের খবর করাচি কিংসে খেলবেন আফ্রিদি
পরবর্তী খবর ডিসেম্বরে আসছে টি-টেন, খেলবেন সাকিব