ডিসেম্বরে আসছে টি-টেন, খেলবেন সাকিব


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:৫৩ ক্রিকেট

ই-বার্তা ।। এতদিন পরিচিত ছিল টি-টোয়েন্টি ক্রিকেট মানে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট। চার-ছক্কার দর্শণীয় সব শটে ভরপুর এই ফরম্যাট নিয়ে মাতোয়ারা ছিল সবাই। এবার তার চেয়েও ভিন্ন কিছু আসতে যাচ্ছে ক্রিকেটে! টি-টেন ফরম্যাটের এই ক্রিকেট লিগ আসবে ডিসেম্বরেই।

এই ফরম্যাটে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, খেলবেন ‘বুমবুম’ খ্যাত শহীদ আফ্রিদিও। এছাড়াও থাকবেন বীরেন্দ্র শেবাগ, কুমার সাঙ্গাকারা ও মিসবাহ উলকের মতো সাবেক তারকারা।

১০ ওভার ফরম্যাটের এই লিগে ম্যাচের


স্থায়িত্ব হবে মোট ৯০ মিনিট। শারজায় এ নিয়ে মঙ্গলবারই জানানো হয় সব আনুষ্ঠানিকতা। ক্রিকেটকে আরও দর্শক আকর্ষী করতেই এমন পরিকল্পনার কথা জানান লিগের সভাপতি সালমান ইকবাল, ‘অনেকেই রাস্তায় বা অলিগলিতে এই ১০ ওভারের ক্রিকেট খেলে থাকে। তাই এই ফরম্যাটকে দর্শকরা আরও উপভোগ করবে বলেই বিশ্বাস। তাই এটা হবে বড় পদক্ষেপ।’

এরমধ্যে এই লিগে দলও কিনে নিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। তার দলের নাম পাঞ্জাবি লিজেন্ডস।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ