৩০ সেকেন্ডে সবচেয়ে বেশী অন্তর্বাস পরার রেকর্ড (ভিডিওসহ)
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার
| দুপুর ০২:০৪
ইউরোপ
ই-বার্তা ।। নিজের আরও অনেক রেকর্ডের সাথে আরও একটি নতুন ভিন্নধর্মী রেকর্ড যোগ করলেন ইতালির “সিল্ভিও সাব্বা” নামের এক তরুণ।
শুনে অনেক সহজ মনে হলেও এর আগে ৩০ সেকেন্ডে একটার উপর আর একটা অন্তর্বাস পরার তেমন কোন রেকর্ড নেই। সর্বচ্চো দুইএক জোড়া পরার প্রমান আছে।
কিন্তু সব রেকর্ড ভেঙে সিল্ভিও পরেছেন একের উপর এক করে ৩০ সেকেন্ডে সর্বমোট ১৩টি অন্তর্বাস। আর নিজের নাম আবার উঠালেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে।