অলরাউন্ডার গুনাথিলাকা ছয় ম্যাচ নিষিদ্ধ


ই-বার্তা প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:১০ ক্রিকেট

ই-বার্তা ।। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অসদাচরণের দায়ে ব্যাটিং অলরাউন্ডার দানুস্কা গুনাথিলাকাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তিনি রাতে পার্টি করার পর দলের ট্রেনিং সেশন মিস করে শৃঙ্ক্ষলা লঙ্ঘন করেন।

ঘটনাটি গত আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময়কার। শুধু তাই নয়, ম্যাচের দিন কিট ব্যাগ ছাড়া মাঠে এসে অখেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শন করেন ২৬ বছর বয়সী গুনাথিলাকা।

‘শৃঙ্ক্ষলা ভঙ্গের অভিযোগ এনে টিম ম্যানেজমেন্ট রিপোর্ট করেছে এবং এসএলসি তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে’ এক বিবৃতিতে এসএলসি জানায়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ