ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হলেন সাকিব
ই-বার্তা
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:১৮
ক্রিকেট
ই-বার্তা ।। অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটে বাংলাদেশের জন্য আরও একটি সম্মান বইয়ে আনলেন ।
তিনি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান সাকিব আল হাসান।
আইসিসি গত ১৮ সেপ্টেম্বর চিঠি দিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে সাকিবকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে।
২০০৬
সালে প্রতিষ্ঠিত হওয়া এমসিসি ক্রিকেট কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা। ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি।
ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে আইসিসিকে সুপারিশ করে এই কমিটি। আইসিসি সভায় অনুমোদন সাপেক্ষে সেসব বাস্তবায়ন হয়।
আগের খবর ডিসেম্বরে আসছে টি-টেন, খেলবেন সাকিব
পরবর্তী খবর অলরাউন্ডার গুনাথিলাকা ছয় ম্যাচ নিষিদ্ধ