ভারত সফর শেষ স্মিথের
ই-বার্তা
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার
| দুপুর ০২:৪২
ক্রিকেট
ই-বার্তা ।। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজের আগেই ছিটকে গেলেন। ফলে নিজ দেশে ফিরে যাচ্ছেন তিনি। আর তার অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন।
চলমান ভারত সফরে রাঁচিতে পঞ্চম ওয়ানডে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন স্মিথ। আর এই চোটই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তিন ম্যাচের টি-২০ সিরিজে অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে তার পরিবর্তে নেওয়া হয়েছে।
আজ (০৭, অক্টোবর) থেকে শুরু হচ্ছে দু’দলের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। রাঁচিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অজিরা ৪-১ ব্যবধানে হেরেছিলো।
আগের খবর দ্বিতীয় দিনে বৃষ্টি, ম্যাচ বিলম্বিত
পরবর্তী খবর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে সাকিব-মাশরাফিরা