দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে সাকিব-মাশরাফিরা


ই-বার্তা প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:১৮ ক্রিকেট

ই-বার্তা ।। টেস্ট খেলছেনই না মাশরাফি বিন মুর্তজা। আর অলরাউন্ডার সাকিব আর হাসান, নাসির হোসেন ও সাইফউদ্দিনরা টেস্ট দলে নেই। তারা স্বাভাবিক কারণে প্রথম বহরে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাননি। এখন দ্বিতীয় টেস্ট চলছে, আর কদিন বাদে শুরু হবে ওয়ানডে সিরিজ। তাই দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিতে মাশরাফি-সাকিবরা আজই ঢাকা ছেড়ে গেছেন।

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে


ঢাকা ত্যাগ করেন আজ শনিবার সকাল পৌনে ১১টায় মাশরাফি, সাকিব, নাসির ও সাইফুদ্দিন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে দক্ষিণ আফ্রিকায় যাওয়া তাদের।

অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিব নিজেই বিশ্রাম চান। টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোচাতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের চাওয়ার প্রতি সম্মান দেখায় বিসিবিও। তিনি তাই প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট খেলেননি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ