প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরীয়ান আমলা


ই-বার্তা প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার  | বিকাল ০৪:০৯ ক্রিকেট

ই-বার্তা ।। অলরাউন্ডার জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪৫টি সেঞ্চুরি করে শীর্ষে আছেন। প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে তার থেকে অনেক পিছিয়ে হার্সেল গিবস, গ্যারি ক্রিস্টেন, গ্রায়েম স্মিথ, এবিডি ভিলিয়ার্সরা।

হাশিম আমলা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন। জ্যাক ক্যালিসের ধারেকাছে যেতে এখনও অনেক পথ বাকি। তবে, এই সেঞ্চুরির মধ্যদিয়ে দ. আফ্রিকার কোনো টেস্ট ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির দেখা পেলেন আমলা।

মোস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন আমলা। ১১৩ বলে ১৪টি চারের সাহায্যে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

সর্বোচ্চ ৪৫ সেঞ্চুরি নিয়ে প্রোটিয়াদের সাবেক তারকা ১৬৫ টেস্ট খেলা জ্যাক ক্যালিস শীর্ষে। ১০৯ টেস্ট খেলা আমলার সেঞ্চুরির সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৮-এ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ