সাংবাদিক কিমের বিচ্ছিন্ন মুণ্ডু আর দুই পা পাওয়া গেছে


ই-বার্তা প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার  | বিকাল ০৪:১৯ ইউরোপ

ই-বার্তা ।। নিখোঁজ সুইডেনের নারী সাংবাদিক কিম ওয়ালের বিচ্ছিন্ন মুণ্ডু ও দুই পা পাওয়া গেছে দুই মাস পর। ১০ আগস্ট থেকে নিখোঁজ থাকা কিমের মুণ্ডুহীন দেহ উদ্ধার করা হয়েছিল গত ২১ আগস্ট।

বাল্টিক সাগরের কোপেনহেগেন উপকূলের জলসীমায় শুক্রবার (৬ অক্টোবর) দু’টি পৃথক ব্যাগে তার এই মুণ্ডু ও দুই পা এবং জামা-কাপড় পাওয়া যায়।

৩০ বছর বয়সী কিম গত ১০ আগস্ট ডেনমার্কের উদ্ভাবক পিটার মেডসেনের সাক্ষাৎকার নিতে তার নিজের বানানো ৪০ টন ওজনের সাবমেরিনের ভেতরে যান। তারপর থেকে কিমের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

১১ দিন পর ২১ আগস্ট বাল্টিক সাগরের কোপেনহেগেন উপকূলেই পাওয়া যায় কিমের দুই পা ও মুণ্ডুহীন মরদেহ।

শনিবার প্রায় একই এলাকার জলসীমা থেকে এই নারী সাংবাদিকের মুণ্ডু ও দুই পাওয়া পাওয়ার বিষয়ে কোপেনহেগেন পুলিশের পরিদর্শক জেন্স মোলার বলেন, কিমের মুণ্ডু ও দুই পা পাওয়া যায় একটি ব্যাগে, আর কাপড়-চোপড় পাওয়া যায় আরেকটি ব্যাগে।

পুলিশ পরিদর্শক বলেন, রাতেই কিমের মরদেহের ফরেনসিক পরীক্ষা শেষে আমাদের চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে এই মরদেহ কিমেরই। তবে তার স্কালে কোনো ভাঙন ছিল না।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ