ইমরুল ফিট, ওপেন করতে পারবেনঃ নান্নু
ই-বার্তা
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার
| বিকাল ০৪:৫২
ক্রিকেট
ই-বার্তা ।। ইমরুল কায়েস ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিন চোট পান। যে কারণে বাংলাদেশের হয়ে তার ইনিংস সূচনা করা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আশার বাণীই শোনানো হলো। টাইগারদের হয়ে ইনিংস ওপেন করতে পারবেন ইমরুল।
ইমরুল শুক্রবার টেস্টের প্রথম দিন মোস্তাফিজুর রহমানের করা ৩৫তম ওভারে এইডেন মার্করামের শট স্লিপে রুখতে গিয়ে হাঁটুতে চোট পান। শনিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে বিসিবির পক্ষ থেকে ইমরুলকে নিয়ে আশার বাণী শোনানো হয়।
ইমরুলের ইনিংস ওপেন করা নিয়ে কোনো শঙ্কা রয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, না, সে ফিট আছে। এবং সে ব্যাটিং করার জন্য প্রস্তুত।
আগের খবর স্বদেশি স্মিথকে ছাড়িয়ে গেলেন আমলা
পরবর্তী খবর ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মাশরাফি