ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মাশরাফি
ই-বার্তা
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার
| সন্ধ্যা ০৬:০৪
ক্রিকেট
ই-বার্তা ।। বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সে সময় মাশরাফির সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এমপি নাইমুর রহমান দূর্জয় ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
শনিবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে যখন প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, সে সময় স্বাগতিক দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়তে বিমানবন্দরে অবস্থান করছিলেন চার টাইগার সদস্য মাশরাফি, সাকিব আল হাসান, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সেখান থেকেই বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর গণসংবর্ধণাস্থলে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের অধিনায়ক মাশরাফি। এরপর দলের সদস্যদের সাথে দক্ষিণ আফ্রিকার বিমানে চাপেন মাশরাফি।
আগের খবর ইমরুল ফিট, ওপেন করতে পারবেনঃ নান্নু
পরবর্তী খবর ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা বাংলাদেশ শিবিরে