সৌদির কাছে ১৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
ই-বার্তা
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার
| বিকাল ০৫:০০
মধ্যপ্রাচ্য
ই-বার্তা।। সৌদি আরবের কাছে এক হাজার ৫০০ কোটি ডলার মূল্যের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, ১৫ বিলিয়ন ডলার মূল্যের এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা ও পররাষ্ট্রনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে অনুমোদন করা হয়েছ।
এই চুক্তির ফলে ইরান ও অন্যান্য আঞ্চলিক হুমকির বিরুদ্ধে সৌদি আরব ও আরব দেশগুলোকে শক্তিশালী করবে বলেও পররাষ্ট্র দফতর উল্লেখ করে।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করতে সৌদি আরব সম্মতি জানানোর পরদিন শুক্রবার থাড প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রয় চুক্তি অনুমোদনের কথা জানাল।
আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে ৪৪টি থাড লঞ্চার, ৩৬০টি ক্ষেপণাস্ত্র, অগ্নিনির্বাপন ব্যবস্থা ও রাডার চেয়েছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস আগামী ৩০ দিনের মধ্যে কোনো আপত্তি না জানালে সৌদির কাছে অস্ত্রগুলো বিক্রিতে কোনো সমস্যা হবে না।
এর আগে আরব দেশগুলোর মধ্যে সৌদির প্রতিবেশী দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে থাড বিক্রি করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য: উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় থাড সিস্টেম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
কিন্তু দক্ষিণ কোরিয়ার বহু মানুষ থাড মোতায়েনের বিরোধিতা করেছে। তাদের আশঙ্কা এই থাডগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এবং এগুলো যেসব স্থানে মোতায়েন করা হয়েছে তার আশেপাশে বসবাসকারী মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে।