বেসামাল ইংল্যান্ড ক্রিকেট
ই-বার্তা
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:৫৮
ক্রিকেট
ই-বার্তা ।। হঠাৎ করেই বেসামাল হয়ে পড়েছে ইংল্যান্ডের ক্রিকেট পাড়া। একের পর এক ক্রিকেটারদের আচরণ ভঙ্গের ঘটনা ঘটছে।
এবার এ কাতারে যোগ দিলেন দেশটির তিন ক্রিকেটার জনি বেয়ারস্টো, লিয়াম প্ল্যাঙ্কেট ও জ্যাক বল। তাদের অসদাচরণের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জরিমানা করেছে।
এই তিন ক্রিকেটার জরিমানার পাশাপাশি লিখিত একটি সতর্কবার্তাও পেয়েছেন। ইসিবির অভ্যন্তরীণ তদন্তে উঠে আসে তারা আচরণবিধি লঙ্ঘন করেন। তবে ঠিক কি ধরনের অপরাধ তারা করেছেন, এ ধরনের কোনো মন্তব্য করেনি দেশটির বোর্ড।
ইতোমধ্যে জানা যায় অপ্রকাশিত কিছু অর্থ বেয়ারস্টো, প্ল্যাঙ্কেট ও বল পেশাদারী ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কল্যাণ ফান্ড ও হর্ণসবি পেশাদারী ক্রিকেটার্স ফান্ডে জমা দিয়েছেন।
পরবর্তী খবর হাসপাতালে টেষ্ট দলপতি মুশফিক