হাসপাতালে টেষ্ট দলপতি মুশফিক


ই-বার্তা প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৪:৫৮ ক্রিকেট

ই-বার্তা ।। সাকিব আল হাসান সিরিজের আগেই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন। প্রথম টেস্টে বড় হারের পর বাংলাদেশের সঙ্গী হয়েছে তামিম ইকবালের ইনজুরি। এবার ইনজুরির শঙ্কা পেয়ে বসেছে মুশফিকুর রহীমকেও।

ব্লুমফন্টেইন টেস্টের রোববার তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় চোট পেলেও নিজেকে সামলে খেলা চালিয়ে যান টাইগার দলনায়ক। তবে আউট হয়ে সাজঘরে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য মুশফিককে হাসপাতালে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


রোববার ডোয়াইন অলিভিয়ের বাউন্সার মুশফিকের হেলমেটে আঘাত হানলে ব্যথা পান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ঝুঁকি এড়াতেই মুশফিককে হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সময় অলিভিয়ের করা ১৪তম ওভারের দ্বিতীয় বল মুশফিকের হেলমেটে আঘাত হানে। সঙ্গে সঙ্গেই হাঁটুর ওপর ভর করে বসে পড়েন মুশি। খুলে ফেলেন হেলমেট। দক্ষিণ আফ্রিকার টিম চিকিৎসক দ্রুতই মাঠে এসে মুশফিকের সেবায় লেগে যান। পরে হেলমেট পরিবর্তন করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ