স্পিনার ইয়াসির প্রথম
ই-বার্তা
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৫:০৪
ক্রিকেট
ই-বার্তা ।। ইয়াসির শাহ টেস্ট ক্রিকেটে দারুণ এক কীর্তি গড়েছেন। প্রথম স্পিনার হিসেবে টানা পাঁচ টেস্টের যেকোনো ইনিংসে পাঁচ কিংবা ততোধিক উইকেট নেয়ার কীর্তি গড়েন এই পাকিস্তানি বোলার। দুবাই টেস্টের শনিবার দ্বিতীয় দিন এই রেকর্ড গড়েন পাকিস্তানি লেগস্পিনার।
দুবাই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫.৫ ওভার বোলিং করে ১৮৪ রান দিয়ে ৬ উইকেট নেন ইয়াসির। ২৮তম টেস্টে এই নিয়ে ১৩তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন ৩১ বছর বয়সী এই স্পিনার।
এর আগে কোনো স্পিনারই টানা পাঁচ টেস্টে ৫ উইকেট নিতে পারেননি। দুবাই টেস্টের আগের আবু ধাবির এক ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানে ৫ উইকেট নেন ইয়াসির। এছাড়া ডমিনিকা টেস্ট, বার্বাডোস টেস্ট এবং জ্যামাইকা টেস্টে যথাক্রমে ৫-৯২, ৭-৯৪ এবং ৬-৬৩ বোলিং ফিগার নিয়ে ইনিংস শেষ করেছিলেন এই পাকিস্তানি স্পিনার।
আগের খবর হাসপাতালে টেষ্ট দলপতি মুশফিক
পরবর্তী খবর ইনিংস এবং হোয়াইটওয়াশের লজ্জা টাইগার শিবিরে