এগিয়ে থেকেও উল্টো বিপদে শ্রীলঙ্কা
ই-বার্তা
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার
| সকাল ১১:২৬
ক্রিকেট
ই-বার্তা।। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২২০ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উল্টো বিপদে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। মাত্র ৩৪ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে এগিয়ে তারা ২৫৪ রানে।
দিমুথ করুণারত্নের ১৯৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে লংকান বোলিং তোপে ২৬২ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
তবে স্বাগতিকদের ফলোঅনে না ফেলে লিডকে বড় করতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তবে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। মোহাম্মদ আমিরের অনুপস্থিতিতে জ্বলে ওঠেন অন্যরা। সিলভাকে ফিরিয়ে শুরুটা করেন মোহাম্মদ আব্বাস। মাঝে করুনারত্নে, সামারাবিক্রমা ও চান্দিমালকে ফেরান ওয়াহাব রিয়াজ। আর নাইটওয়াচম্যান সুরঙ্গা লাকমলকে ফেরান ইয়াসির।
পরবর্তী খবর বিসিবি নির্বাচন ১৫ নভেম্বরের মধ্যে