বিসিবি নির্বাচন ১৫ নভেম্বরের মধ্যে
ই-বার্তা
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার
| বিকাল ০৩:১২
ক্রিকেট
ই-বার্তা ।। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ১৫ নভেম্বরের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির। তবে এই ক্ষেত্রে বিসিবি আপাতত কিছুটা প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে বলে তিনি অবহিত করলেন।
ক্রীড়া সচিব আসাদুল ইসলামকে নিয়ে বিসিবির মূলত এই জটিলতাটি। যাকে ৫ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে, ‘ক্রীড়া সচিব যাকে নির্বাচন কমিশনের প্রধান করা হচ্ছে তার সেই দায়িত্ব পালনের পথে কিছু আইনি জটিলতা আছে। যা সমাধান করতে সময় লাগতে পারে। সমস্যা সমাধানে যদি বেশি সময় লাগে কিংবা সমাধান না হয়, তাহলে তার বিকল্প ভাববে বিসিবি।’
সোমবার (৯ অক্টোবর) রাজধানী তেজগাঁওয়ে সংবাদ মাধ্যমকে পাপন একথা বলেন।
বিসিবির নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বোর্ডের বতর্মান পরিচালনা পর্ষদের সবশেষ বোর্ড সভা হয়। পরে ক্রীড়া সচিবকে প্রধান করে এনএসসির পক্ষ থেকে একজন অ্যাটর্নি জেনারেলের, একজন আইনি পরামর্শক ও বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করে ৫ সদস্যের নির্বাচন কমিশন করে তার অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।
আগের খবর এগিয়ে থেকেও উল্টো বিপদে শ্রীলঙ্কা
পরবর্তী খবর টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে পারে ২০১৯ থেকে