হামাসের ঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | সকাল ১১:৫৪ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের এক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরালের সেনাবাহিনী। তাদের দাবি গাজা উপত্যকায় হামাসের একটি ঘাটি থেকে রকেট হামলা চালানো হলে ইসরায়েল জবাবে হামলার চালায়।

ইসরায়েলের আকাশসীমায় রকেটের কারণে সতর্কবাণী বেজে উঠে। তবে খুব তাড়তাড়ি পরে যায় রকেটি। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলি ট্যাংক গাজা উপত্যকায় একটি হামাস ঘাটি ধ্বংস করে।

কর্মকর্তাদের দাবি, ওই হামলায় কেউ হতাহতের শিকার হয়নি। ফিলিস্তিনের পক্ষ থেকে রকেটহামলার ব্যাপারে কোনও দাবি করা হয়নি। ওই অঞ্চলে যেকোনও ঘটনার জন্য হামাসকে দায়ী করা হয়।

২০১৪ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে আছে সংগঠনটি। তবে সালাফির মতো ছোট গোষ্ঠীগুলো মাঝে মাঝেই রকেট হামলা চালায়। আর সেসময় হামাস তাদের সেনাদের হামলার সম্ভাব্য স্থানগুলো ত্যাগ করার নির্দেশ দেয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ