আশি ভাগ ফিট হলেও আমি খেলবোঃ তামিম


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:০০ ক্রিকেট

ই-বার্তা ।। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান বাঁ পায়ের উরুর মাংশপেশিতে চোটের কারণে ব্লুমফন্টেইন টেস্ট বাইরে বসে দেখেছেন। টেস্ট সিরিজের আগেই একই জায়গায় ইনজুরির স্বীকার হন তিনি। তবে বিশ্রাম নিয়ে ফিটনেস ফিরে পেলেও পচেফস্ট্রুম টেস্টে ফিল্ডিংয়ের সময় ফের চোট পান তামিম। যার কারনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তামিম।

স্থানীয় ডাক্তার বলেছিল, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। সেক্ষেত্রে আসন্ন ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না তিনি। যদিও বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন ওয়ানডের আগেই তামিমের ফেরার ব্যাপারে আশাবাদী। শতভাগ ফিট না হলেও ওয়ানডে সিরিজে খেলার ইচ্ছা পোষণ করছেন তামিমও।

তামিম ইনজুরির বর্তমান অবস্থা জানাতে গিয়ে বলেছেন, ‘বেনোনিতে প্রথম স্ক্যান করার পর ডাক্তার, ফিজিওরা বলেছিলেন প্রথম টেস্টের আগেই ঠিক হয়ে যাবে। কিন্তু পচেফস্ট্রুমে আবার চোট পাওয়ার পর সমস্যা শুরু হয়।

এখানে আসার পর স্ক্যানে দেখা গেল চোটের জায়গায় টিয়ার আছে। চোটটা আগের তুলনায় বেড়ে ফ্লুইড জমে গেছে, ব্যথা হচ্ছে। তখন ডাক্তার বলেছে, এই টেস্ট তো প্রশ্নই আসে না, ওয়ানডে খেলাও হবে ঝুঁকিপূর্ণ। পুরোপুরি ঠিক হতে চার সপ্তাহের মত লাগবে। যেহেতু ওয়ানডে, ফিজিও তাই আশাবাদী, খেলার মত মোটামুটি ফিট হয়ে যাবো। তবে ঝুঁকি অবশ্যই আছে। এটা নিশ্চিত, একশ ভাগ ফিট হয়ে খেলতে পারবো না। তবে আশি ভাগ ফিট হলেও আমি খেলবো।’

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ