টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে পারে ২০১৯ থেকে


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৩:২২ ক্রিকেট

ই-বার্তা ।। টেস্ট ক্রিকেট, টি-টোয়েন্টির ব্যাপক প্রচার-প্রসারের যুগে জনপ্রিয়তা অনেকটাই হারিয়েছে। তবে ক্রিকেটের আদিতম এই ফরম্যাটটিকে নতুনভাবে সামনে আনার চিন্তাভাবনা করছে আইসিসি।

সেই চিন্তা থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এ সপ্তাহেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এক বৈঠক থেকে আসতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ঘোষণা।

ক্রিকেটবিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথাবার্তা অবশ্য অনেক আগে থেকেই চলছে। ওয়ানডে লিগ চালুর পাশাপাশি এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও কথাবার্তা অনেক এগিয়েছে ক্রিকেট অঙ্গনে। ২০১৯ সাল থেকেই শুরু হয়ে যেতে পারে নয়টি দলের অংশগ্রহণে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ