অর্থনীতি ও মনোবিজ্ঞানের সংযোগের জন্য থালারের নোবেল জয়
ই-বার্তা
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার
| বিকাল ০৫:৩৯
আমেরিকা
ই-বার্তা ।। মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থালারকে অর্থনীতি ও মনোবিজ্ঞানের মধ্যে সংযোগ স্থাপনের অসাধারণ অবদানের জন্য এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের বিচারকরা এ পুরস্কার ঘোষণা করেন।
নোবেলজয়ী থ্যালার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক। বিশ্বজুড়ে বহুল বিক্রীত অর্থনীতির বই ‘নাজ’-এর সহ-লেখক।
এই বইটিতে আচরণগত অর্থনীতির মাধ্যমে সমাজের বিভিন্নজনের প্রধান সমস্যাগুলো সামলানোর কথা বলা হয়েছে।