মদের স্বর্গ ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ১০


ই-বার্তা প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:০১ আমেরিকা

ই-বার্তা ।। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে মদের স্বর্গ হিসেবে পরিচিত ওয়াইন কান্ট্রি এলাকায় স্থানীয় সময় সোমবার প্রবল বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে শত শত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ হাজারের মতো মানুষ।

ক্যালিফোর্নিয়ায় চলতি বছরে দাবানলে প্রাণহানির ঘটনা এটিই প্রথম। অঙ্গরাজ্যটিতে গত এক দশকে এই দুর্ঘটনাতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন শুরুতে অঙ্গরাজ্যটির অন্যতম মদ উৎপাদনকারী এলাকা নাপা, সোনোমা ও ইউবা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। পরে উত্তর ক্যালিফোর্নিয়ার আরো চারটি কাউন্টি ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিকেও জরুরি অবস্থার আওতায় আনেন।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনোমা কাউন্টি। সেখানে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া নাপা কাউন্টিতে দুজন ও মেন্ডোসিনোতে একজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ