বিপিএলের পঞ্চম আসর ৪ নভেম্বরেই
ই-বার্তা
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:৪১
ক্রিকেট
ই-বার্তা ।। সব জটিলতা শেষ করে গভর্নিং কাউন্সিল ঘোষিত প্রথম সূচি অনুযায়ী এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল ৪ নভেম্বর থেকে। পরে তা বদলে নতুন তারিখ নির্ধারণ করা হলো ২ নভেম্বর। শেষ পর্যন্ত তাও ধোপে টিকলো না! একদিন পিছিয়ে ৩ নভেম্বরের নতুন তারিখ নির্ধারণ করে গভর্নিং কাউন্সিল।
এবার তাও পিছিয়ে গেল! প্রথম ঘোষিত সেই ৪ নভেম্বরেই ফিরে গেল বিপিএলের পঞ্চম আসর।
তবে স্বস্তির বিষয় হলো, দিন তারিখ বদলালেও উদ্বোধনী ম্যাচের ভেন্যু বদলায়নি গভর্নিং কাউন্সিল। বিভাগীয় শহর সিলেট থেকেই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরের।
ওইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে, স্বাগতিক সিলেট সিক্সার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডিনামাইটস মধ্যকার ম্যাচ দিয়ে গড়াবে সাত দলের বিপিএল ২০১৭।