পাঁচবারে এক বলের রেকর্ড করলেন ওয়াহাব
ই-বার্তা
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০২:৩৮
ক্রিকেট
ই-বার্তা ।। বোলাররা ক্রিকেটে মাঝেমধ্যেই রানআপ সমস্যায় পড়েন। তবে এক বল করার জন্য পাঁচবার রানআপ নেয়ার ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল।
এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পাকিস্তান-শ্রীলংকার মধ্যে চলা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এমনই এক ঘটনার সাক্ষী থাকল।
শ্রীলংকার রান তখন ৪ উইকেটে ৩৩১। ১১১তম ওভারে বোলিং পরিবর্তন করেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। বোলিংয়ে নিয়ে আসা হয় ওয়াহাব রিয়াজকে।
ওয়াহাবের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান লংকান ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তবে প্রথম বল বাউন্ডারির বাইরে গেলেও দুরন্তভাবে ফিরে আসেন ওয়াহাব। পরের তিন বল ভালোই করেন এই পাক পেসার।
এর পরই শুরু হয় বিপত্তি। ওভারের চার নম্বর বল করার সময় বারবার রানআপ নিতে থাকেন ওয়াহাব। একবার, দুবার নয়, মোট চার বার রানআপ নিয়েও পঞ্চম বল করতে ব্যর্থ হন পাকিস্তানের বাঁহাতি পেসার।
আগের খবর বিপিএলের পঞ্চম আসর ৪ নভেম্বরেই
পরবর্তী খবর স্মৃতি ভুলে মাশরাফির ছোঁয়াতে বদলে যাওয়ার আশা